অঙ্ক প্র্যাকটিস সেট – Math Practice Set PDF in Bengali for All Competitive Exams | Part – 1
Math Practice Set PDF in Bengali for All Competitive Exams | Part – 1 |
Sarkari Exams Live – আজ তোমাদের সঙ্গে শেয়ার করবো, অঙ্ক প্র্যাকটিস সেট – Math Practice Set PDF in Bengali for All Competitive Exams | Part – 1; যেটির মাধ্যমে তোমরা সমস্ত রকম প্রতিযোগিতামূলক পরীক্ষা যেমন, Railway Group D | RRB NTPC | WBCS | WB Police Constable | WB Excise Police | WB Police SI | SSC CHSL | SSC CGL | SSC MTS | | PSC Clerkship | ICDS Supervisor ইত্যাদি পরীক্ষার প্রস্তুতিকে এগিয়ে নিয়ে যেতে পারবে। আপনি যদি আমাদের ওয়েবসাইটের বিষয়বস্তু নিয়মিত অনুসরণ করেন তবে এটি পরীক্ষায় স্কোর করতে আপনাকে সহায়তা করবে।
যার মাধ্যমে তোমরা নিজেরাই নিজেদেরকে যাচাই এবং পরীক্ষার প্রস্তুতিকে শক্তিশালী করে তুলতে পারবে। আর হ্যাঁ মকটেস্টটিতে কত নম্বর পেলে, সেটা নীচের কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে ।
Also Read:-
1. P এর আয় Q এর আয়ের খেকে 25% বেশি| Q এর আয় R এর যেকে 20% বেশি Pএর আয় R এর চেয়ে কত বেশি?
ক)35%
খ)40%
গ)45%
ঘ)50 %
2. বর্তমানে A, B, C এর বয়সের অনুপাত 4:7:9 । 8 বছর আগে 3 জনের মােট বয়স ছিল 56 বছর। ‘Cএর বর্তমান বয়স কত?
ক)36 বছর
খ)28 বছর
গ)24 বহর
ঘ)ওপরের কোনােটিই নয়
3. 5/4 এবং 4/10 এর অন্যোন্যক এর গুণফল এর অন্যোন্যক কত হবে ?
ক)2
খ)2/3
গ)1/3
ঘ)1/2
Also Check –
4. একটি গ্লাসে জল ও অ্যালকোহলের অনুপাত 2: 5 । গ্লাসে 6 লিটার জল ঢাললে অনুপাত হয় 1:1, গ্লাসে এলকোহল পরিমাণ কত ছিল?
ক)10 লিটার
খ)15L
গ)20L
ঘ)25L
5. 6400 টাকা A, B ও C এর মধ্যে 3/5: 2: 5/3 অনুপাতে ভাগ করে দওয়া হলে , B কত টাকা পাবে?
ক)2560 টাকা
খ)3000 টাকা
গ)3200 টাকা
ঘ)3840 টাকা
6. 5 টি লেবু 1 টাকায় বিক্রি করে একজন বিক্রেতার 40 % লাভ হয়। 1 টাকায় সে কতগুলো লেবু কিনেছিল?
ক)8 টি
খ)7 টি
গ)9 টি
ঘ)10 টি
7. একজন মা ও তার মেয়ের বর্তমান বয়সের অনুপাত 7:1 । 4 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল 19:1 । এখন থেকে 4 বছর পরে মায়ের বয়স কত হবে?
ক)42 বছর
খ)38 বছর
গ)46 বছর
8. একটি জিনিসের বিক্রয়মূল্য ও ক্রয়মূল্যের অন্তর 210 টাকা | যদি জিনিসটি বিক্রি করে 25 % লাভ হয় তাহলে বস্তুটির বিক্রয়মূল্য কত?
ক)950 টাকা
খ)1050 টাকা
গ)1150 টাকা
ঘ)1250 টাকা
9. একজন দোকানদার 520 টাকায় যােট দুটি জিনিস কিনেন। দুটি ভ্রব্যের মধ্যে একটিকে 16% লাভে এবং অন্যটিকে 10% ক্ষতিতে বিক্রি করায় তার কোন লাভ বা ক্ষতি হয় না। যে জিনিসটি ক্ষতিতে বিক্রি করা হয়েছে তার বিক্রয় মূল্য কত?
ক)288 টাকা
খ)232 টাকা
গ)320 টাকা
ঘ)200 টাকা
10. যদি কোন দ্রব্যকে 200 % লাভে বিক্রি করা হয়, তাহলে দ্রব্যটির ক্রয়মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত কত?
ক)1:2
খ)2 1
গ)1: 3
ঘ)3 :1
Click Here to Download PDF